মনোরম পরিবেশে শচীন্দ্র কলেজে পিঠা উৎসব পালিত
হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শচীন্দ্র কলেজে গ্রাম-বাঙলার প্রাচীন ঐতিহ্য পিঠা উৎসব পালিত হয়েছে। প্রথমবারের মত শিক্ষা প্রতিষ্ঠানটির মনোরম পরিবেশে এ পিঠা উৎসব উদযাপনের আয়োজন করা হয়।
১৮ জানুয়ারী ১১টা থেকে দিনব্যাপী এ উৎসবে উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দ্যোগে এবং কলেজ কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় এ পিঠা উৎসব পালিত হয়। নানাধরণের পিঠা পুলির ভান্ডার নিয়ে সাজানো স্টলগুলোতে শুরু থেকেই উপচেপড়া ভীড় ছিল চোখে পড়ার মত। আনন্দঘন পরিবেশ যেন রুপ নেয় উৎসবে।বাহারী রঙের পিঠায় দর্শক ও ক্রেতাদের মাঝে শুরু হয় পিঠা খাওয়া দাওয়ার প্রতিযোগিতা। এরই মাঝে কলেজ প্রাঙ্গনে শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত গান, কবিতা ও বাদ্যযন্ত্রের তালে তালে সবাইকে আনন্দের জোয়ার এনে দেয়। এতে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে একটা আন্তরিক পরিবেশের সৃষ্টি হয়।
পিঠা উৎসবের শুরুতেই কলেজ অধ্যক্ষ আবু সিরাজ মো. মুনিরুল ইসলাম এর সভাপতিত্বে এবং বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও উৎসব উদযাপন কমিটির আহবায়ক মো. তরিকুল ইসলাম হারুন এর পরিচালনায় পিঠা উৎসব উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি মো.শরীফ উল্লাহ,উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গভর্ণিং বডির সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর নিখিল রঞ্জন ভট্রাচার্য, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিবি সদস্য এডভোকেট সুদীপ বিশ্বাস সজল, এডভোকেট প্রমথ সরকার, মীর মো. জয়নাল আবেদীন ও শেখ মো. আলাউদ্দিন প্রমুখ। শিক্ষকমন্ডলির মধ্যে উপস্থিত ছিলেন সহকারি অধ্যাপক মো. হাবিবুর রহমান, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রবীন্দ্র সমাজপতি,সহকারি অধ্যাপক মানিক চন্দ্র ভট্রাচার্য, সহকারি অধ্যাপক অনুপমা ভক্ত, সহকারি অধ্যাপক দেওয়ান রাফিউল হক খান পাঠান,সহকারি অধ্যাপক গৌতম সরকার, সহকারি অধ্যাপক মো. মঈন উদ্দিন, সহকারি অধ্যাপক লতিফ হোসেন,সহকারি অধ্যাপক মিহির রঞ্জন সরকার, সহকারি অধ্যাপক মো.ফিরোজ মিয়া,সহকারি অধ্যাপক তপন কুমার হীরা, সহকারি অধ্যাপক মো. নজরুল ইসলাম, প্রভাষক বিষ্ণু চন্দ্র পাল,প্রভাষক রঞ্জু পাল,সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান শ্রী প্রসূন আচার্য্য, প্রভাষক স্বপ্না আলম সুমী, প্রভাষক সঞ্জয় কুমার দাস,প্রভাষক মো.জাহির আলম,প্রভাষক মো.শাহ আলম,প্রভাষক আসমা খাতুন, প্রভাষক আঙুর খান,প্রভাষক সুকান্ত গোপ, প্রভাষক গোপীনাথ দাশ,প্রভাষক শাহ্ আলম, প্রভাষক কাঞ্চন কুমার দাশ, প্রভাষক মো.জিয়াউল হক, প্রভাষক বিদুর কান্তি দাশ,প্রভাষক জেবুন্নেছা জেবু, প্রদশর্ক রেখা রাণী রায়,সুদাম চন্দ্র দাস,শরীর চর্চা শিক্ষক রনজিত কুমার দাশ ও সহকারি লাইব্রেরিয়ান জহুরা বেগম। ঐতিহ্যের এ ধারা আগামীবছরও অব্যাহত থাকবে বলে সবাই আশাবাদ ব্যক্ত করেন।