ত্রিপুরা নৃগোষ্ঠীর লোকজীবন’ নিয়ে আন্তর্জাতিক আলোচনা চক্র অনুষ্ঠিত
শাবিপ্রবি প্রতিনিধি
কৃষ্ণপুর সেন্টার ফর ফোকলোর স্টাডিজ অ্যান্ড রিসার্চের আয়োজনে ‘বাংলাদেশের টিপরা নৃগোষ্ঠীর লোকজীবন’ বিষয়ে ৭৬তম আন্তর্জাতিক আলোচনা চক্র সম্পন্ন হয়েছে। এতে বক্তা হিসাবে বক্তব্য দেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. আশ্রাফুল করিম।
রোববার (২১ জানুয়ারি) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় ফোকলোর এন্ড হেরিটেজ স্টাডিজ ইউটিউব চ্যানেলে সরাসরি এই আলোচনা ক্রটি অনুষ্ঠিত হয়।
এতে সংযোজনায় ছিলেন কল্যাণী বিশ্ববিদ্যালয় ভারতের লোকসংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. কাকলী ধারা মণ্ডল ও কৃষ্ণপুর সেন্টার ফর ফোকলোর স্টাডিজ অ্যান্ড রিসার্চের সম্পাদক ড. দেবাশিস বন্দ্যোপধ্যায়। এই আলোচনাচক্রটি বাউলশিল্পী সাধন দাস বৈরাগ্য স্মরণে অনুষ্ঠিত হয়েছে।
এসময় অধ্যাপক ড.মো. আশ্রাফুল করিম বলেন, টিপরা (ত্রিপুরা) জনগোষ্ঠী বলতে আমরা পার্বত্য চট্টগ্রামে যারা বসবাস করে তাদের কে বুঝি কিন্তু হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি, কালেঙ্গায় এবং বাহুবল উপজেলার কালিগজিয়ায় যে টিপরা (ত্রিপুরা) জনগোষ্ঠীরা থাকে তাদের ব্যাপারে আজ পর্যন্ত কোন গবেষণা হয়নি। অর্থাৎ ত্রিপুরা বলতেই আমাদের ধারণা পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ত্রিপুরা ক্ষুদ্র নৃগোষ্ঠীকে নিয়ে কিন্তু হবিগঞ্জের দুইটি উপজেলায় যে ত্রিপুরা জনগোষ্ঠীর বসবাস, তাদের সংখ্যা ও তাদের কথা কেউ জানেনা। আজকের এই আলোচনা চক্রের মাধ্যমে দেশ পেরিয়ে এই জনগোষ্ঠীর কথা বাহিরের লোকজনের কাছেও পৌঁছাবে বলে মনে করি। এই ত্রিপুরা ক্ষুদ্র নৃগোষ্ঠীর নৃতাত্ত্বিক পরিচয় , তাদের ধর্মীয় রীতিপদ্ধতি, দৈনন্দিন আচরণ, সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য, পোশাক পরিচ্ছদ, লোকবিশ্বাস ও সংস্কার, খাদ্যাভাস ও লোকক্রীড়া, ভাষা বৈচিত্র্য ইত্যাদি বিষয় বিশ্লেষণ তুলে ধরে এই জনগোষ্ঠীর সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ মন্তব্য করেন তিনি।