এপিবিএন অভিযানে চোরাই মোটরসাইকেলসহ আ ট ক ১
দৈনিকসিলেট প্রতিবেদক
সিলেটে ৭ এপিবিএন অভিযানে চোরাই মোটরসাইকেলসহ একজনকে আটক করা হয়েছে।
রোববার বিকাল সাড়ে ৪টায় ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন সিলেট এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খন্দকার ফরিদুল ইসলাম এর নির্দেশেনায় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মফিজুল ইসলাম এর তত্বাবধানে সহকারী পুলিশ সুপার মোঃ আছাবুর রহমান ও পুলিশ পরিদর্শক পরিদর্শক (নিঃ) এস এম আল মামুন এর নেতৃত্বে দক্ষিণ সুরমার লালাবাজারস্হ সুন্দরবন ডিপার্টমেন্টাল স্টোরের সামনে অভিযান পরিচালনা করে মোটরসাইকেল চোরাই চক্রের এক সদস্যকে আটক করা হয়।
এসময় তার কাছ থেক ১টি কালো-লাল রংয়ের pulsar 150 সিসি চোরাই মোটরসাইকেল যাহার ইঞ্জিন নং-DHZCDK96914, চেসিস নং- MD2A11CZ4DCK82501 উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ কয়েছ আহম্মদ (৩১), সিলেটের বিশ্বনাথ উপজেলার টেংরা বাগমারা গ্রামের মোঃ বাবুল মিয়ার ছেলে।
এস আই (নিঃ) মোঃ আবুল বাশার ঘটনার বিষয়ে বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় এজাহার দায়ের করেন।