তিন মিনিটে ২ গোল শোধ দিয়ে বার্সা শিবিরে আতঙ্ক ছড়ায় বেতিস
দৈনিকসিলেটডেস্ক
স্প্যানিশ লা লিগায় ফেরান তোরেসের হ্যাটট্রিকে শেষ মুহূর্তে রক্ষা পেলো বার্সেলোনা। রিয়াল বেতিসকে ৪-২ গোলে হারিয়েছে কাতালান দলটি।
প্রতিপক্ষের মাঠে শুরু দিকে দারুণ পারফরম্যান্স দেখায় বার্সেলোনা। ২১ মিনিটে পায় প্রথম গোল। ফেরান তোরেসের এই গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় কাতালান দলটি।
৪৮ মিনিটে আবারও গোলের দেখা পায় তোরেস। ২-০ তে এগিয়ে যায় বার্সেলোনা। তবে এরপর ৩ মিনিটের ব্যবধানে দুটি গোলই শোধ দেয় রিয়াল বেতিস।
জোয়াও ফেলিক্সের গোলে অন্তিম মুহূর্তে এসে লিড পায় বার্সা। আর যোগ করা সময়ে হ্যাটট্রিক পূর্ণ করে দলকে ৪-২ গোলের বড় জয় এনে দেন ফেরান তোরেস।
২০ ম্যাচ শেষে ৪৪ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে আছে বার্সেলোনা।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন