শায়েস্তাগঞ্জে হাসপাতালে কর্মরত চিকিৎসকদের মানববন্ধন
মিজানুর রহমান সুমন শায়েস্তাগঞ্জ প্রতিনিধি
সিলেটের জৈন্তাপুর উপজেলা হাসপাতালে চিকিৎসক ও স্টাফদের উপর হামলা, সরকারি গাড়িতে অগ্নিসংযোগ, এ্যাম্বুল্যান্স ও জরুরী বিভাগে ভাংচুর করার প্রতিবাদে শায়েস্তাগঞ্জ উপজেলা হাসপাতালের চিকিৎসকরা বিক্ষোভ ও মানববন্ধন করেছেন।
সোমবার (২২ জানুয়ারী) দুপুরে মানববন্ধন শেষে ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন ডাঃ বিশ্বজিৎ রায়, ডাঃ হাবিব উল্লা, ডাঃ ফারহানা ইসলাম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, অপরাধীদের গ্রেফতার করে বিচার আওতায় এনে দৃষ্ঠান্ত মূলক শাস্তি দিতে হবে। প্রয়োজনে আমরা আরও কঠিন কর্মসূচী দিবো।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন