দোয়ারাবাজারে হিফজুল কুরআন প্রতিযোগিতা ও গজল সন্ধা
দোয়ারাবাজার প্রতিনিধি
সুনামগঞ্জের দোয়ারাবাজারে দিনব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতা ও গজল সন্ধা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ জানুয়ারি) সকাল থেকে রাত ১০ টা পর্যন্ত দোয়ারাবাজার উপজেলা সদরের মুতির দোকান পয়েন্টে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খাদিমুল কোরআন ফাউন্ডেশন মুতির দোকান এর আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সমাজ সেবক ডাঃ হারুন অর রশীদ,হুফফাজুল কোরআন ফাউন্ডেশন সিলেটের শিক্ষা বিষয়ক সম্পাদক হাফিজ ক্বারী গোলাম কিবরিয়া,মাদ্রাসাতুল হুফফাজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা সিলেটের পরিচালক হাফিজ ক্বারী জামাদিউল উসমান তাসকিন,হাফিজ ক্বারী আনোয়ার হোসেন জিহাদী।
দিনব্যাপী এই হিফজুল কুরআন প্রতিযোগিতায় দোয়ারাবাজার উপজেলার ২৪ টি মাদরাসার ৪৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পারা ভিত্তিক এই প্রতিযোগিতায় ৫, ১০,১৫ পারা এই চারটি গ্রুপে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রতিটি গ্রুপে ১.২.৩ ক্রমিক্রানুশারে শিক্ষার্থীদেরকে বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ীদের,উপস্থিত অতিথিদের ক্রেস্ট ও সম্মাননা প্রদান করে খাদিমুল কুরআন ফাউন্ডেশন মুতির দোকান।
এসময় খাদিমুল কোরআন ফাউন্ডেশনের সদস্য আল আমিন,মনির হোসেন,রমজান আলী, এমদাদুল হাসান, রহিম উদ্দিন,আলমগীর হোসাইন,,আশরাফুল ইসলাম কালো,বাতেন মিয়া মোঃ আব্দুল্লাহ, ইকবাল হোসেন,হাফেজ আলী হোসেন,হুমায়ন আহমদ,কাওসার আহমদ, কাশেম মিয়া,প্রবাসী সদস্য সাদ্দাম মির্জা,সাইফুল আলম,আলমগীর হোসেন, এমরান হোসেনসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষক,শিক্ষার্থী ও অতিথি প্রমুখ উপস্থিত ছিলেন।