কোম্পানীগঞ্জে বিজিবির উপর চোরাকারবারিদের অতর্কিত হামলা
কোম্পানীগঞ্জ প্রতিনিধি
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ভারতীয় চিনি আটককে কেন্দ্র করে বিজিবির উপর চোরাকারবারিদের অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এসময় বিজিবির সদস্যরা ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। তবে হতাহতের খবর পাওয়া যায়নি।
রোববার দিবাগত মধ্যরাতে উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের সীমান্তবর্তী ১২৫৫ নং পিলারের কাছে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দিবাগত মধ্যরাতে চিনি আনতে ভারতে প্রবেশ করে চোরাকারবারিরা। এক পর্যায়ে বিজিবি সদস্যরা চিনি আটক করতে যায়।
এসময় উৎ পেতে থাকা টহল টিম তাদেরকে হানা দিলে প্রায় ৩০ এর উপরে চোরাকারবারির দল বিজিবি সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে বিজিবি ফাঁকা গুলি করলে চোরাকারবারিরা পালিয়ে যায়। এ বিষয়ে জানতে উৎমা বিজিবি ক্যাম্প কমান্ডার নায়ক সুবেদার আব্দুল ওয়াহাবের মুঠোফোনে যোগাযোগ করা হলে একটু পরে বিষয়টি সম্পর্কে জানাবেন বলে ফোন রেখে দেন। তবে খবর পেয়ে সকালে ৪৮ বিজিবি সিলেটের সিও মুনতাছির মামুন ঘটনার স্থান পরিদর্শনে যান।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম দস্তগীর আহমেদ জানান, চোরাকারবারিদের সাথে বিজিবির সংঘর্ষ হয়েছে বলে অভিযোগ এসেছে। অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।