স্ত্রীর বান্ধবীর সঙ্গে লুকিয়ে ‘পরকীয়া’ হিমেশের!
দৈনিকসিলেট ডেস্ক :
গায়ক-সঙ্গীত পরিচালক হিমেশ রেশমিয়ার বিবাহিত জীবন বেশ বর্ণময়। কথিত আছে, স্ত্রীর বান্ধবীর সঙ্গে গোপনে ‘প্রেম’ পর্ব চালিয়ে গিয়েছিলেন এই তারকা। ১৯৯৭ সালে প্রথম স্ত্রী কোমলকে বিয়ে করেছিলেন হিমেশ। সেই সময় তিনি একেবারেই জনপ্রিয় ছিলেন না। ২০০৬ সালে কোমলের বান্ধবী সোনিয়া কাপুরের সঙ্গে আলাপ হয় হিমেশের। সেই সোনিয়ার সঙ্গেই নাকি গোপনে ‘সম্পর্ক’ তৈরি হয়েছিল তার।
দূরদর্শনের পর্দায় ‘শ্রীকৃষ্ণ’ ধারাবাহিকে সুভদ্রার চরিত্রে অভিনয় করে বেশ জনপ্রিয়তা লাভ করেছিলেন সোনিয়া। তার অনুরাগী সংখ্যাও কম ছিল না। এমন পরিস্থিতিতে বান্ধবীর স্বামী হিমেশের সঙ্গে আলাপ হয় সোনিয়ার। বন্ধুত্ব গড়ে ওঠে তাদের মধ্যে। তারপরই নাকি ‘বিশেষ সম্পর্ক’ তৈরি হয়। যদিও বা সেই সম্পর্কের কথা একেবারেই জানতে পারেননি হিমেশের প্রথম স্ত্রী কোমল।
শোনা যায়, ২০০৬ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত নাকি সোনিয়ার সঙ্গে গোপনে ‘সম্পর্ক’ বজায় রেখেছিলেন হিমেশ। তাদের সম্পর্কের ব্যাপারে এক ফোঁটাও জানতে পারেননি কোমল। ফলে কোনওদিনও নাকি স্বামীকে সন্দেহ করেননি তিনি। পুরো বিষয়টাই তিনি জানতে পারেন ২০১৭ সালে।
সে বছর কোমলের কাছে ডিভোর্স চেয়েছিলেন হিমেশ। খুবই অবাক হয়ে কারণ জানতে চেয়েছিলেন কোমল। তখনই নাকি স্বামীর মুখে শুনেছিলেন বান্ধবীর সঙ্গে ‘সম্পর্কের’ কথা। সে সময় খুবই ভেঙে পড়েছিলেন কোমল। তার কোমল মনে নাকি আঘাত লেগেছিল খুব। তিনি হিমেশকে নাকি মুক্তও করেছিলেন তাদের মিথ্যে বিয়ের বন্ধন থেকে। কোমলের থেকে ডিভোর্স পেয়েই ২০১৮ সালে হিমেশ এবং সোনিয়া বিয়ে করেন।