আইসিসির বর্ষসেরা একাদশে স্থান পেলেন স্পিনার নাহিদা
দৈনিকসিলেটডেস্ক
২০২৩ সালের সেরা পুরুষ ও নারী বর্ষসেরা ওয়ানডে দল ঘোষণা করেছে আইসিসি। নারীদের দলে জায়গা পেয়েছেন বাংলাদেশের স্পিনার নাহিদা আক্তার। পুরুষ দলে বাংলাদেশ থেকে কেউ নেই।
মেয়েদের দলে সর্বোচ্চ পাঁচজন ক্রিকেটারই অস্ট্রেলিয়ার। দুজন আছে নিউজিল্যান্ডের। আর একজন করে জায়গা পেয়েছেন বাংলাদেশ, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড থেকে।
২০২৩ সালে ২০টি উইকেট শিকার করেছিলেন নাহিদা আক্তার। এর আগে, বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে আইসিসির মাসসেরা পুরষ্কার জিতেছিলেন বাঁহতি এই স্পিনার।
এদিকে পুরষদের বর্ষসেরা ওয়ানডে বলে নেই কোনো বাংলাদেশি। ভারত থেকে রয়েছেন ৬ জন। অস্ট্রেলিয়ার ও দক্ষিণ আফ্রিকা থেকে রয়েছে ২ জন করে। আর নিউজিল্যান্ড থেকে জায়গা করে নিয়েছেন ১ জন।