তাহিরপুরে শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে ডিসি
তাহিরপুর প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিভিন্ন শিক্ষা ও কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেছে সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী।
মঙ্গলবার(২৩ জানুয়ারি)দিনভর উপজেলা চানঁপুর উচ্চ বিদ্যালয়,কড়ইগড়া কমিউনিটি ক্লিনিকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছে। এসময় চিকিৎসা ও শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে নিজ নিজ দায়িত্ব সঠিক ভাবে পালন করতে নির্দেশনাও দেন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব)বিজন কুমার সিংহ মহোদয়,উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা পারভীন,উপজেলা সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান রনি,উপজেলা টিএইছএফপিও ডাঃ মির্জা রিয়াদ হাসান,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমানসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
উপজেলা টিএইছএফপিও ডাঃ মির্জা রিয়াদ হাসান জানান,কমিউনিটি ক্লিনিকের সার্বিক কার্যক্রমে জেলা প্রশাসক সন্তোষ প্রকাশ করেন এবং ক্লিনিকের মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পরামর্শ দেন।