জৈন্তাপুর হাসপাতালে ভাংচুর প্রতিবাদে তাহিরপুরে মানববন্ধন
তাহিরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের উপর হামলা ও সরকারী সম্পত্তি বিনষ্ট কারীদের ধিক্কার জানিয়ে কাপুরুষোচিত কর্মকান্ডের প্রতিবাদে এ কর্মসূচি পালিত হয়।
মঙ্গলবার(২৩ জানুয়ারী)সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টিএইচএফপিও ডাঃ মির্জা রিয়াদ হাসানের সভাপতিত্বে উপস্থিত বক্তাগন সিলেটের জৈন্তাপুর উপজেলায় সংঘটিত নারকীয় হামলার প্রতিবাদ জানিয়ে,সকল সরকারি হাসপাতালে স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার দাবি জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত ডাক্তার,সিনিয়র নার্সসহ কর্মকর্তা কর্মচারীগন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টিএইচএফপিও ডাঃ মির্জা রিয়াদ হাসান জানান,আমরা সব হাসপাতালে আগত সব ধরনের রোগীদের সবোচ্ছ সেবা দিয়ে থাকি। জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ঘটনায় যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে আমরা নিজেদের নিরাপত্তা নিয়ে আতংকিত। এই বিষয়ে উর্ধতন কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের দাবী জানাই।