ছৈলাখেল সমাজ কল্যাণ যুব সংঘের ১ম ব্যাটমিন্টন উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত
গোয়াইনঘাট প্রতিনিধি
সিলেটের জাফলংয়ে ছৈলাখেল সমাজ কল্যাণ যুব সংগ কর্তৃক আয়োজিত ১ম ব্যাটমিন্টন টুর্নামেন্ট-২০২৪ উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাতে ছৈলাখেল মমতাজ কিন্ডারগার্টেন সংলগ্ন মাঠে জাফলং ব্লাড ডোনেশন ব্যাটমিন্টন দল বনাম গোয়াইনঘাট ব্যাটমিন্টন দলের খেলা অনুষ্ঠিত হয়।
ছৈলাখেল সমাজ কল্যাণ যুব সংগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন’র সভাপতিত্বে ও হাজী সোহরাব আলী স্কুল এন্ড কলেজ’র সহকারী শিক্ষক রিয়াজ উদ্দিন’র সঞ্চালনায় প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী ধর্ম বিষয়ক উপ- কমিটি সদস্য- ইমরান হোসেন সুমন বিশেষ অতিথি ছিলেন, জাফলং বল্লাঘাট পাথর উত্তোলন ও সরবরাহকারী শ্রমিক বহুমূখি সমবায় সমিতি সাধারণ সম্পাদক মোঃ ফুল মিয়া, মাই টেলিভিশন গোয়াইনঘাট প্রতিনিধি হুমায়ুন আহমেদ, চ্যানেল এস টেলিভিশন’র প্রতিনিধি সালমান শাহ সূর্য তরুণ সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন, জাফলং বল্লাঘাট পাথর উত্তোলন ও সরবরাহকারী শ্রমিক বহুমূখি সমবায় সমিতি সহ-সভাপতি রমজান আলী বিশিষ্ট তামাবিল চুনাপাথর পাথর ও কয়লা আমদানি কারক গ্রুপ সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী ইসমাইল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল জলিল, বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম, বিশিষ্ট মুরুব্বি আবুল হাসেম খন্দকার প্রমূখ।
এসময় উদ্বোধনী ম্যাচে গোয়াইনঘাট ব্যাটমিন্টন দল জাফলং ব্লাড ডোনেশন ব্যাটমিন্টন দল কে হারিয়ে বিজয়ী হোন।