সুনামগঞ্জে চাঁদাবাজির দায়ে ৪ যুবক আ ট ক
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতক উপজেলায় সুরমা নদীতে নৌ-পরিবহনে চাঁদা আদায়ের অভিযোগে ৪ যুবককে আটক করেছে নৌ-পুলিশ। এসময় চাঁদাবাজীর নগদ টাকা, তাদের ব্যবহৃত ইঞ্জিনচালিত নৌকা ও তেল চুরির মেশিন জব্দ করা হয়।
বুধবার (২৪ জানুয়ারি) ভোরে তাদের আটকের পর দুপুরে সুনামগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
আটককৃত ব্যক্তিরা হলেন ছাতক পৌর শহরের চরেরন্দ গ্রামের আলমগীর (২৬) একই গ্রামের জামিল হোসেন (২৮), সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল ইউনিয়নের গৌখালের পাড় গ্রামের আরাফাত আলী (২৫) একই এমরান আহমদ (২৩)।
ছাতক নৌ-পুলিশের ইনচার্জ আনোয়ার হোসেন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।