সুনামগঞ্জে ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড এর পুরস্কার বিতরণ
সুনামগঞ্জ প্রতিনিধি:
বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ধাবনে সমৃদ্ধি প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বম্ভরপুর উপজেলায় ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৪ উদযাপন উপলক্ষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে।
বুধবার (২৪ জানুয়ারি) বেলা ১১টায় স্থানীয় উপজেলা পরিষদ গণ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ সাদিক।
উপজেলা নির্বাহী অফিসার মফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সফর উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমদ মানিক, সাধারণ সম্পাদক নুরুল আলম সিদ্দিকী, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ্জত আলী খাঁন, বীর মুক্তিযোদ্ধা আপ্তাব উদ্দিন প্রমুখ। পরে প্রধান অতিথি অনুষ্ঠিত অলিম্পিয়াডে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন।
এর আগে দলীয় নেতাকর্মী-জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এই সাংসদ।