গোয়াইনঘাটে গাছ থেকে পড়ে মৃ ত্যু-১
দৈনিকসিলেটডটকম
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের কুনকিরি গ্রামের ইউনুস মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
মৃত ময়নুল ইসলাম (৩৫) উপজেলার রুস্তমপুর ইউনিয়নের গোরাগ্রাম গ্রমের মৃত আব্দুর রহিম কুটুচাঁনের ছেলে।
জানা যায়, মৃত ময়নুল ইসলাম পেশায় একজন গাছ কাটার শ্রমিক ছিলেন। মঙ্গলবার ইউনুস মিয়ার বাড়িতে গাছের ডালপালা ছাটাই করার কাজে যান তিনি। গাছের ডালপালা ছাটাই করে নিচে নামার সময় পা পিছলে তিনি মাটিতে পড়ে যান। এ সময় প্রচুর রক্তক্ষরণে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ময়নুল হোসেনের মৃতদেহ উদ্ধার করে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।