সিলেটের শিক্ষা অবকাঠামো গড়ে তুলতে শেখ হাসিনার বিশেষ প্রকল্প নিয়ে আসবো
দৈনিকসিলেট ডেস্ক :
মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ কিন্তু সিলেটের শিক্ষা ব্যবস্থা ও শিক্ষার অবকাঠামোর উন্নয়নে পিছিয়ে পড়া সিলেট মেনে নেওয়া যায়না। প্রয়োজনে শিক্ষায় পিছিয়ে পড়া সিলেটের শিক্ষাব্যবস্থা ও অবকাঠামোর জন্য রাষ্ট্র নায়ক শেখ হাসিনার দ্বারস্ত হয়ে বিশেষ প্রকল্প নিয়ে আসবো সিলেটের জন্য।
নগরীর রাজা গিরিশচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সমাপনীর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বুধবার (২৪ জানুয়ারি) প্রধান অতিথির বক্তব্য মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী উক্ত অভিমত প্রকাশ করেন।
রাজা গিরিশচন্দ্র মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদের সভাপতিত্বে এবং কম্পিউটার শিক্ষক গাওসিয়া চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল মুমিত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার ও উপপরিচালক মাউশি আব্দুল ওয়াদুদ, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো: কবির খান, রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রফিকুল আলম রাজা, গিরিশচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হাছিনা মমতাজ, ক্রীড়া শিক্ষক মুহাম্মদ মানিক খান, সিনিয়র শিক্ষক আব্দুল হালিম, অভিভাবক অশোক কুমার রায়।
মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী আরো বলেন সিলেট সিটি ককর্পোরেশন থেকে অতীতে বঞ্চনার শিকার রাজা গিরিশচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের সকল কাজ দ্রত গতিতে সম্পন্ন করবে বর্তমান সিটি কর্পোরেশন। বিদ্যালয়ের ড্রেন নির্মাণ ও সীমানা প্রাচীর ও মার্কেটের সমস্যা সমাধানে দ্রত গতিতে সম্পন্ন করতে অগ্রসর হবো ইনশাআল্লাহ।