তাহিরপুরে এমপি রনজিত সরকার সংবর্ধিত
রাজু আহমেদ রমজান, সুনামগঞ্জ
গেল জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ায় সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রনজিত চন্দ্র সরকারকে সংবর্ধনা দিয়েছে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ। বুধবার (২৪ জানুয়ারি) উপজেলা পরিষদ চত্বরে দেয়া সংবর্ধনায় বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটে। বেলা ২ টায় অনুষ্ঠান শুরুর পর থেকে স্বর্বস্তরের মানুষের দেয়া ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন এই সাংসদ।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুস সোবহান আখঞ্জি, সহ-সভাপতি আলী মর্তুজা, হাজী আলকাছ উদ্দিন খন্দকার, ইকবাল হোসেন তালুকদার, মুজিবুর রহমান,সাংগঠনিক সম্পাদক একলাছুর রহমান তারা, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খন্দকার মঞ্জুর আহমেদ সহ নেতাকর্মীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।