সুনামগঞ্জে নারী সমাবেশ করেছে তথ্য অফিস
রাজু আহমেদ রমজান, সুনামগঞ্জ
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ, গুজব, অপপ্রচার, এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে নারী সমাবেশ ও মতবিনিময় সভা করেছে সুনামগঞ্জ জেলা তথ্য অফিস।
বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) আওতায় উক্ত সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের জয়নগর এলাকায় এ সমাবেশ চলে। জেলা তথ্য অফিসের উপ-পরিচালক ( রু:দা) মো.আব্দুছ ছাত্তার এর পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্হানীয় ব্যক্তিত্ব মো. আছাব উদ্দিন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য দেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) হাছিনা আক্তার। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা কর্মকর্তা বাদল চন্দ্র বর্মন। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন অভিভাবক প্রতিনিধি কামরুজ্জামান মিয়া,প্রধান শিক্ষক মিতা দাস, শিক্ষক আবুল কালাম, সমাজসেবক আবু জাহেদসহ অনেকে।
সভায় সর্বজনীন পেনশন বিধিমালা-২০২৩, পরিবেশ সুরক্ষাসহ মাদকের ভয়াবহতা, অপরাজনীতি ও সাম্প্রদায়িকতা, বাল্যবিবাহ, যৌতুক, জন্ম ও মৃত্যু নিবন্ধন, সন্ত্রাস প্রতিরোধ, গুজব, জঙ্গিবাদ ও নাশকতা, ডেঙ্গু প্রতিরোধ, ইভটিজিং প্রতিরোধ, নৈতিকতা ও মূল্যবোধ সম্পর্কে সচেতনতা, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার, শিক্ষা, অটিজম, নিরাপদ খাদ্য, তথ্য অধিকার আইন ২০০৯ এবং জাতীয় আইনগত সহায়তা প্রদান বিষয়ে উদ্বুদ্ধকরণ বক্তব্য প্রদান করা হয়।এর আগে অনুষ্ঠানের শুরুতে চলচ্চিত্র প্রদর্শনী করা হয়। সমাবেশে বিভিন্ন শ্রেণী-পেশার ২ শতাধিক নারী উপস্থিত ছিলেন।