তাহিরপুরে নির্বাচনের যাতায়াত ভাতা পাওয়ার দাবী: মানববন্ধনের ঘোষণা
তাহিরপুর প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় দায়িত্বরত প্রিজাইডিং অফিসার,সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের যাতায়াত ভাতা পাওয়ার দাবীতে মানববন্ধন কর্মসূচি ঘোষণা দিয়েছে সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার(২৫ জানুয়ারি) রাত সাড়ে ৮ টায় এই কর্মসূচি ঘোষণা করেন তাহিরপুর উপজেলায় দায়িত্বরত প্রিজাইডিং অফিসার,সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারগণের ব্যানারে। আগামী ২৯জানুয়ারি বিকেল সাড়ে ৪ টায় আব্দুজ জহুর চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হবে বলে জানাগেছে। মানববন্ধনের আয়োজনের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক অনেক শিক্ষক পোস্ট করার তা ভাইরাল হয়েছে। এর সত্যতা নিশ্চিত করেছেন তাহিরপুর উপজেলা সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও তাহিরপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এএইচ এম তৌফিক আহমদ। খোঁজ নিয়ে জানাযায়,তাহিরপুর উপজেলায় ৫৩টি ভোট কেন্দ্রে প্রিজাইডিং অফিসার ৫৩ জন,সহকারী প্রিজাইডিং অফিসার ৩৩৬জন ও পোলিং অফিসার ৬৭২ মোট ১হাজার ৬১জন নির্বাচনে দায়িত্ব পালন করছেন। কিন্তু তারা যাতায়াত ভাতা কেউই পাননি।
তার জানায়,প্রিজাইডিং অফিসার,সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারের জন্য যাতায়াত বাবদ জনপ্রতি ২ হাজার টাকা বরাদ্দ রয়েছে। তা সর্বমোট গিয়ে দাড়ায় ২১ লাখ ২২ হাজার টাকা। কিন্তু যাতায়াত ভাড়া কাউকে দেয়া হয়নি। এনিয়ে একাধিকবার সবাইকে নিয়ে বসা হয় কিন্তু কোনো সমাধান হয়নি। জেলা প্রশাসক পর্যন্ত গড়ায় বিষয়টি। এরপর এনিয়ে সংবাদ প্রকাশ হলে পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা পারভিন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মাধ্যমে জানান নির্বাচন কমিশনে যাতায়াত ভাতা বরাদ্দ দেয়ার জন্য চিঠি পাঠানো হয়েছে। বরাদ্দ আসলে যাতায়াত ভাড়া দেয়া হবে। কিন্ত কবে বরাদ্দ আসবে আর যাতায়াত ভাতা পাবেন তা অনিশ্চিত হয়ে দাড়িয়েছে। তাই সংশ্লিষ্ট কতৃপক্ষ দ্রুত এই ভাতার বিষয়ে সমাধান করেন তার জন্য এই আয়োজন বলে জানিয়েছেন দায়িত্বরত প্রিজাইডিং অফিসার,সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারগণ।