দ্বিতীয় ধাপে ‘সঞ্চালনের’ শীতবস্ত্র বিতরণ
শাবিপ্রবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আবাসিক হলে স্বল্প মজুরিতে কর্মরত কর্মচারীদের মধ্যে দ্বিতীয় ধাপে শীতবস্ত্র বিতরণ করেছে রক্তদান বিষয়ক সংগঠন সঞ্চালন।
শুক্রবার (২৬জানুয়ারি) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির সভাপতি শাহরিয়ার মাহমুদ শুশ্ময়। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে স্বল্প মজুরিতে নিয়োজিত মামা-খালা এবং ক্যাম্পাসের আশেপাশে অবস্থানরত প্রায় ২০ টি অসহায় পরিবারের মাঝে ২য় ধাপে কম্বল বিতরণ সম্পন্ন হয়েছে।
এই কর্মসূচীতে সার্বিক সহযোগিতা করেছে ‘ওভাট হেল্পার্স ইউএসএ’। শাহরিয়ার মাহমুদ শুশ্ময় বলেন, “আমরা চেষ্টা করেছি কিছু অসহায় মানুষের শীতের কষ্ট নিবারণে ভূমিকা রাখার। সঞ্চালনের জন্য আপনারা দেয়া ও ভালোবাসা রাখবেন যাতে আমরা ভবিষ্যতে আরও মানবিক কাজে অংশগ্রহণ করতে সমর্থ হই।” উল্লেখ্য, রক্তের প্রবাহে গড়ি আত্মার বন্ধন’ এই স্লোগানকে সামনে রেখে ২০০৯ সালের ৫ এপ্রিল যাত্রা শুরু করে বিশ্ববিদ্যালয়ের অন্যতম রক্তদান বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন ‘সঞ্চালন’।
প্রতিষ্ঠার পর থেকে সাধারণ মানুষকে বিনা মূল্যে রক্ত সরবরাহের পাশাপাশি রক্তের গ্রুপ নির্ণয়, শীতবস্ত্র বিতরণ, চ্যারিটি চলচ্চিত্র প্রদর্শনীসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে সংগঠনটি।