সিলেটে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো ভারতের প্রজাতন্ত্র দিবস
দৈনিকসিলেটডেস্ক
সিলেটে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো ভারতের প্রজাতন্ত্র দিবস শুক্রবার সন্ধ্যায় নগরের দরগাহ গেইটস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে দিবসটি উপলক্ষে বর্ণিল আয়োজন করে ভারতীয় হাইকমিশনের সিলেটস্থ সহকারী হাইকমিশন অফিস।
অনুষ্ঠানের মধ্যে ছিল সিলেটের সুধীজনের সাথে মতবিনিময়, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ। এতে সিলেটের বিভিন্ন পেশার প্রতিনিধি ও জনপ্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে আগত অতিথিদের শুভেচ্ছা জানান ভারপ্রাপ্ত সহকারী হাইকমিশনার ও দ্বিতীয় সচিব (কমার্স ও এইচওসি) শকুন্তলা কালরা।
স্বাগত বক্তব্যে ভারতীয় হাইকমিশনের সহকারী হাইকমিশন অফিস সিলেটের দ্বিতীয় সচিব (প্রেস, তথ্য, সংস্কৃতি ও শিক্ষা) মানস কুমার মুস্তাফি ভারত ও বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক তুলে ধরেন। বন্ধুত্বপূর্ণ এই সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নিয়ে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেন, ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। আর বন্ধুত্বের শুরু দেশ স্বাধীনের সময় থেকে।
বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কথা স্মরণ করে সংসদ সদস্য মানিক বলেন, মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে ভারত সহযোগিতা না করলে যুদ্ধ আরো দীর্ঘ হতো। তাদের সহযোগিতার কারণে দেশ নয় মাসে স্বাধীন হয়। এরপরও ভারত বিভিন্নভাবে বাংলাদেশকে সহযোগিতা করেছে ও করে যাচ্ছে। এ ধারাবাহিকতা চলমান থাকবে বলে তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য মো. জিল্লুর রহমান, সিলেট কৃষি বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. জামাল উদ্দিন ভূঁঞা, রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. জাকির হোসেন খান পিপিএম, সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল, মহানগর সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণ রানা, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির আহমদ, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি তাপস দাশ পুরকায়স্থ ও আল আজাদ, ইকরামুল কবির, এনামুল হক জুবের, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল, চিকিৎসা বিজ্ঞানী অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল, তাহিরপুর উপজেলা চেয়ারম্যান করুনাসিন্ধু চৌধুরী বাবুল, সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত প্রমুখ।
প্রসঙ্গত, ১৯৫০ সালের ২৬ জানুয়ারি সকাল ১০টা ১৮ মিনিটে ভারতের সংবিধান কার্যকরী হয়েছিল। তারপর থেকে প্রতি বছর ২৬ জানুয়ারি আড়ম্বরপূর্ণভাবে পালিত হয় প্রজাতন্ত্র দিবস। এবারও এর ব্যতিক্রম হয়নি।