মাধবপুরে মাদকের সংশ্লিষ্টতার অভিযোগে:২ কনস্টেবল প্রত্যাহার
মো: নাহিদ মিয়া,মাধবপুর
হবিগঞ্জের মাধবপুর থানাধীন কাশিমনগর পুলিশ ফাঁড়ির দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় হবিগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় থেকে অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল ইসলাম সাক্ষরিত এক অফিস আদেশে প্রশাসনিক কারণে কাশিমনগর পুলিশ ফাঁড়ির কনস্টেবল মো: রিপন মিয়া ও মো: আল আমিন কে প্রত্যাহার করে পুলিশ লাইন হবিগঞ্জে সংযুক্ত করার নির্দেশ প্রদান করা হয়।
মাধবপুর থানার ওসি মো: রকিবুল ইসলাম খাঁন দুই পুলিশ সদস্যের প্রত্যাহারের সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৩ জানুয়ারি সন্ধ্যায় কাশিমনগর পুলিশ ফাঁড়ির কনস্টেবল মো. রিপন মিয়া ও মো. আল আমিন মনতলা এলাকা থেকে ৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবাসায়ীকে আটক করেন। পরে ২০ হাজার টাকা নিয়ে ওই মাদক ব্যবসায়ীকে ছেড়ে দেন তারা। এরপর উদ্ধার করা গাঁজা অন্যত্র বিক্রি করে দেন তারা।
বিষয়টি জানাজানি হলে তোলপাড় শুরু হয়। এরপর তাৎক্ষণিক তদন্তে দুই কনস্টেবলের বিরুদ্ধে টাকার বিনময়ে মাদক ব্যবসায়ীকে ছেড়ে দেওয়া গাঁজা বিক্রির সত্যতা পায় কর্তৃপক্ষ।