পছন্দের মানুষটির মন জয়ের ৫ কৌশল
দৈনিকসিলেট ডেস্ক :
চিঠি লিখে মনের কথা প্রকাশের দিন অনেক আগেই ফুরিয়েছে। মুঠোফোনে ঘণ্টার পর ঘণ্টা কথা বলার দিনও শেষ। যুগের সঙ্গে ডেটিংয়েও এসেছে নতুনত্ব। পছন্দের মানুষকে মনের কথা বলতে এখন মুখোমুখি হওয়ার প্রয়োজন পড়ে না; বরং বর্তমান সময়ের প্রেম বন্দী হয়ে পড়েছে চ্যাটবক্স আর ভিডিও কলের ভেতরেই। পছন্দের মানুষের মন জয় করতে তাই কৌশলী হতে হয় ইনবক্সেই। পছন্দের মানুষকে আরও ভালোভাবে জানতে ও বুঝতে যে পাঁচটি প্রশ্ন তাকে করতে পারেন—
তোমার পছন্দের স্মৃতি কোনটি
পুরোনো স্মৃতি রোমন্থন করতে কে না পছন্দ করে। আর সে ঘটনা যদি হয় পছন্দের কোনো স্মৃতি, তাহলে তো কথাই নেই। এতে অপর পক্ষ বুঝতে পারবে আপনি তার সুন্দর অতীত নিয়ে জানতে বেশি আগ্রহী।
পছন্দের সিনেমা বা বই
প্রত্যেক মানুষের জীবনে এমন কোনো সিনেমা বা বই থাকে, যা তার পুরো জীবন ও মূল্যবোধকে পরিবর্তন করে দিয়েছে। সবারই পছন্দের কিছু বই বা সিনেমা থাকে, যা নিয়ে ঘণ্টার পর ঘণ্টা কথা বলে যেতে পারেন তারা। প্রয়োজনে তাকে আরও ভালোভাবে জানতে, তার সঙ্গে কথা বলতে পড়ে ফেলতে পারেন তার পছন্দের বই বা দেখে ফেলতে পারেন সিনেমাটি। এতে সে বুঝতে পারবে, আপনি তার পছন্দ–অপছন্দের ব্যাপারে বেশ খেয়াল রাখেন। তার পছন্দকে প্রাধান্য দিতে আপনার বিন্দুমাত্র আপত্তি নেই। আর কোনোভাবে যদি তার পছন্দের সঙ্গে আপনার পছন্দ মিলে যায়, তবে সে বিষয়ে ঘণ্টার পর ঘণ্টা কথা চালিয়ে যেতে নিশ্চয়ই কোনো আপত্তি থাকার কথা নয়!
কর্মব্যস্ত দিনের শেষে কী করতে ভালো লাগে
কর্মব্যস্ত জীবনে এমন কিছুদিন আসে, যখন দিন শেষে দম ফেলার ফুরসত পাওয়াটাই দায়। সারা দিনের কাজ শেষে নিজের জন্য সময় বের করে কী করতে ভালো লাগে, এমনটা জেনে নিতে পারেন পছন্দের মানুষের কাছ থেকে।
প্রিয় বন্ধুর সঙ্গে পরিচয় কীভাবে
প্রত্যেকের জীবনে এমন একটা বন্ধু থাকে, যাকে সে সবচেয়ে বেশি আপন মনে করে। প্রতিটি স্মৃতি ভালো লাগা, মন্দ লাগা সবকিছু শেয়ার করার মাধ্যম হয়ে ওঠে বন্ধুটি। তার সঙ্গে পরিচয়, কীভাবে বেড়ে ওঠা; এসব জানতে পারেন। এতে শুধু আপনি যে তার নয়, বরং তার পরিবার ও বন্ধুবান্ধবের প্রতিও বেশ যত্নশীল, তা সহজেই বুঝতে পারবে।
তোমার বাকেট লিস্টে কী কী আছে
বাকেট লিস্ট নিয়ে জিজ্ঞাসা করে আপনি তার স্বপ্ন ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ভালো ধারণা পাবেন। এতে অপর পক্ষ বুঝতে পারবে, আপনি তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এখন থেকেই বেশ আগ্রহী।