শাবিপ্রবি প্রথম আলো বন্ধুসভার নেতৃত্বে নতুন মুখ
শাবিপ্রবি প্রতিনিধি
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম আলো বন্ধুসভা’র কার্যকরী কমিটি-২০২৪ গঠন করা হয়েছে।
নতুন এই কমিটিতে সভাপতির দায়িত্ব পালন করবেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বিভাগের শিক্ষার্থী মো. শাফিনুর ইসলাম শাফিন। সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাইমা আক্তার। তারা উভয়ই বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী।
শনিবার ( ২৭ জানুয়ারি) সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি রাসেল আহমেদ ও সাদিয়া খন্দকার এশা, যুগ্ম সাধারণ সম্পাদক এমি বেগম ও মো. নাফিউজ্জামান, সাংগঠনিক সম্পাদক মো. সোহানুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক মো. আবু সাইদ, অর্থ সম্পাদক ফারজানা আক্তার শোভা, দপ্তর সম্পাদক হুমায়রা আক্তার হিম, প্রচার সম্পাদক ওবায়দুল্লাহ তারেক, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক তানজিনা রহমান, সাংস্কৃতিক সম্পাদক মৃদুল রাজবংশী কৌশিক, জেন্ডার সমতা বিষয়ক সম্পাদক মুক্তা মনি, প্রশিক্ষণ সম্পাদক সুমাইতা আক্তার রাত্রি, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক নাদিরা, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক মিথিলা আক্তার জেমি, পরিবেশ ও সমাজ কল্যাণ সম্পাদক প্রবাস চন্দ্র দাস, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক আজিজুর রহমান সাজু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক নুর হাসনাত ইমন, ম্যাগাজিন সম্পাদক আনোয়ার হোসেন সোহাগ ও বইমেলা সম্পাদক জাহিদ হাসান মনোনীত হয়েছেন।
এতে কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন ইয়ারমিন আক্তার, দিনার রহমান ও আসাদুজ্জামান আকন্দ।
এছাড়া সদস্য হিসেবে আছেন আব্দুল হাসিব, রায়হান, কবির, জিল্লুর রহমান, আশিক,মুরাদ, সাবিনা, আক্তার, লিমন,কল্যাণ, আদিত্য, আব্দুলাহ হাসান ইমন, সাবিকুন্নাহার, নাসিরুদ্দিন, পংকজ, সুমি, ইকরাম হোসেন, তাহসিনা মারজান,ইমন মিয়া, সামিমা, রিয়াদ ও জান্নাতুল নাঈমা।