শায়েস্তাগঞ্জে শীতার্ত অসহায় দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ
মিজানুর রহমান সুমন শায়েস্তাগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে শীতার্ত অসহায় দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
গত শনিবার ( ২৭ জানুয়ারী ) সকাল ১১টায় শায়েস্তাগঞ্জ রেলওয়ে কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শায়েস্তাগঞ্জ পৌর মহিলা লীগের সভাপতি সাবেরা সুলতানা হ্যাপীর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ করে আলেয়া-জাহির ফাউন্ডেশন হবিগঞ্জ।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলেয়া আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক উপ-কমিটির সদস্য ব্যারিস্টার ইফাত জামিল, পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ ছালেক মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ শাহেদ প্রমুখ।
পরিশেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ শীতবস্ত্র বিতরণ করেন।