শাবি প্রেসক্লাবের সঙ্গে স্পিকার্স ক্লাবের মতবিনিময়
শাবিপ্রবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’র সঙ্গে ইংরেজি ভাষা চর্চা বিষয়ক সংগঠন শাহজালাল ইউনিভার্সিটি স্পিকার্স ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ২৮ জানুয়ারি) দুপুরে শাবি প্রেসক্লাব কার্যালয়ের এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম রুদ্রের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান নাঈমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক জুবায়েদুল হক রবিন, কোষাধ্যক্ষ তানভীর হাসান, দপ্তর সম্পাদক নাঈম আহমদ শুভ প্রমুখ।
অন্যদিকে শাহজালাল ইউনিভার্সিটি স্পিকার্স ক্লাবের সভাপতি মো. জুলকার নাঈম, সহ-সভাপতি ইসরাত জাহান স্পৃহা, সাধারণ সম্পাদক তীর্থ চন্দ্র দাস, সহ-সাধারণ সম্পাদক আফসানা হক নুসরাত, মো. সাবিত আহমেদ রিজভী, মো. সোহানুল আলম সিদ্দিকী ও তানজিম বিনতে হাসান জেরীন, ট্রেজারার সানিজদা জসিম আশা, অফিস সম্পাদক নাফিসা তাবাসসুম, প্রকাশনা সম্পাদক সাবরিনা সানিয়াত অয়ন, আইটি সম্পাদক সৈয়দ আলী মুর্তজা নাঈম, সমাজ কল্যাণ সম্পাদক দীপ্ত বনিক, সিনিয়র সম্বনয়কারী সদস্য মৃদুল রাজবংশী কৌশিক, জনসংযোগ সম্পাদক সাদিকুল ইসলাম নয়ন ও সিনিয়র কার্যকরী সদস্য মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি নুরুল ইসলাম রুদ্র বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার বিষয়ক সংগঠনগুলোর বিভিন্ন সৃজনশীল কর্মকান্ডসহ যেকোনো ধরণের শিক্ষার্থীবান্ধব কাজে শাবি প্রেসক্লাব পাশে থাকবে। অতীতের মতো আমরাও বিশ্ববিদ্যালয়ের স্বার্থে ধারাবাহিকভাবে কাজ করে যেতে চাই। এজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শুরু করে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।’ পরবর্তীতে প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান স্পিকার্স ক্লাবের নেতারা।