আখালিয়ায় মোটরসাইকেল দু র্ঘ ট না য় তরুণের মৃ ত্যু
দৈনিকসিলেটডটকম
আখালিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক তরুণের মৃত্যু হয়েছে।
রবিবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে আখালিয়ায় বিজিবি ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে
মাহবুব আহমদ (২০) নামে এক তরুণ আরোহীর মৃত্যু হয়েছে। প্রথমে আহত অবস্থায় মাহবুবকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তিনি মারা যান।।
নিহত মাহবুব লালবাজার এলাকার মাংস ব্যবসায়ী এবং ৩৮ নং ওয়ার্ডের কালিগাঁও এলাকার বাসিন্দা।
এ ঘটনায় আরও দুই তরুণ আহত হয়েছেন। এরা হলেন- আহমদ (১৭) ও হৃদয়। তারা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। খবর পেয়ে জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন