জামালগঞ্জে ঘর পুড়লো ৬ পরিবারের : ক্ষয়ক্ষতি ২০ লক্ষ টাকার
মো. বায়েজীদ বিন ওয়াহিদ: জামালগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় আগুন লেগে ৬ পরিবারের ৭ টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার রাতে উপজেলার জামালগঞ্জ উত্তর ইউনিয়নের ভুঁইয়ারহাটি গ্রামে ঘটনাটি ঘটে।
এতে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার।
প্রত্যক্ষদর্শী ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন রাতে হোসেন মিয়ার বসত ঘর থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তেই আগুন দ্রুত ছড়িয়ে পড়লে পাশে থাকা ইউনুছ আলী, রোসেল মিয়া, আঃ রব মিয়া, ইউসুফ আলী, বাদশা মিয়া ও আব্দুল আজিজের ঘরসহ মোট ৭ টি ঘর পুড়ে যায়। পরে গ্রামের লোকজন এসে ৪ টি পানির পাম্প মেশিন লাগিয়ে ৩ ঘন্টা চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ৬ পরিবারের টাকা স্বর্ণালংকার, মোবাইল ফোন, দলিলাদি,ধান, চাল, ২ টি গরু ৫ টি ভেড়াসহ ২৫ টি রাজহাঁস পুড়ে ছাই হয়ে গেছে। ইউপি সদস্য সেলিম মিয়া বলেন, ৬ টি পরিবারের প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্বচ্ছল থাকলেও পরিবারগুলো একেবারে পথে বসার উপক্রম হয়েছে। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মাসুদ রানা বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারের পক্ষ থেকে খাদ্য,বস্ত্রও অর্থ সহযোগিতা করা হবে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ বলেন, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে খাবার ও কিছু কাপড়চোপড় দিয়ে এসেছি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহযোগিতা করা হবে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন