সিলেটে মোটরসাইকেল-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ২
দৈনিকসিলেট প্রতিবেদক
সিলেটে এয়ারপোর্ট থানাধীন মালনীছড়া চা বাগান এলাকায় মোটরসাইকেল ও মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে মেহেদী ও জিসান নামে ২ জন নিহত হয়েছেন।
এঘটনায় এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন এবং অপরজন গুরুতর আহত অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
বুধবার (৩১ জানুয়ারি) বিকাল ৫টার দিকে আম্বরখানা-এয়ারপোর্ট সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মেহেদী মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বড়মচাল গ্রামের সৌদিআরব প্রবাসী আব্দুল লতিফের ছেলে এবং জিসান হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভায় বড়াইল গ্রামের ফিরোজ আহমেদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মোহাম্মদ নুনু মিয়া।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকালে মালনীছড়া চা বাগান এলাকায় আম্বরখানা-এয়ারপোর্ট সড়কে দাঁড়িয়ে থাকা মাইক্রোবাসের সাথে মেহদির মোটরসাইকেলটি ধাক্কা খেলে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় আহত হন আরও একজন। খবর পেয়ে পুলিশ আহত যুবককে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। মোটরসাইকেল ও মাইক্রোবাসটি পুলিশের হেফাজতে রয়েছে বলে জানানো হয়।