মাধবপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা পুরষ্কার বিতরণ
নাহিদ মিয়া,মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে মনতলা অপরুপা মাধ্যমিক বালিকা বিদ্যায়তনের বার্ষিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ জানুয়ারি) সকালে মনতলা অপরুপা মাধ্যমিক বালিকা বিদ্যায়তনের প্রাঙ্গণ মাঠে এই ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা। অনুষ্ঠানে বিদ্যায়তনের প্রধান শিক্ষক মজিবুর রহমান বাহারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরাস উদ্দিন, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক হামিদুর রহমান,আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা আল মাসুদ লোকমান,সাংবাদিক জাকির হোসেন,সহকারী শিক্ষক জামিল উদ্দিন,রুহুল আমিন সোহাগ,আমিনুল ইসলাম,আবুল হাসনাত,মাওঃ আবু ইউসুফ,প্রদীপ কুমার প্রমুখ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর কুচ কাওয়াজ এবং ডিসপ্লেতে উপভোগ করেন অথিতি, শিক্ষক, আমন্ত্রিত অভিভাবক, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিসহ বিপুলসংখ্যক দর্শক।
এই ক্রীড়া প্রতিযোগিতায় ১৫টিরও বেশি খেলাধুলা ও অনান্য বিষয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।‘যেমন খুশি তেমন সাজো এবং আমন্ত্রিত অভিভাবক মহিলাদের জন্য ‘বালিশ খেলা’ এবং পাতিল ভাঙ্গা খেলাটি হয়েছিল বিশেষ উপভোগ্য।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ । এ সময় অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। শিক্ষার্থীরা বলেন, অন্যান্য বছরের ন্যায় এবারের ক্রীড়া প্রতিযোগিতা অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সঙ্গে উদযাপিত হয়েছে বিদ্যায়তন গৌরবজনক ইতিহাসে নতুনমাত্রা সংযোজন করতে সক্ষম হয়েছে। বিদ্যায়তনটির বিশাল মাঠ সাজানো হয়েছিল সুন্দরভাবে। খেলাধুলার পাশাপাশি বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান দর্শকদের আনন্দে ভিন্নমাত্রা যোগ করেছে।