শাবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জামাল, সম্পাদক অসীম

শাবিপ্রবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে সহকারী রেজিস্ট্রার মো. জামাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক হিসেবে আইকিউএসির একাউন্টস অফিসার অশোক বর্মন অসীম নির্বাচিত হয়েছেন। তারা উভয় মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ কর্মকর্তা পরিষদের প্রার্থী ছিলেন।
বুধবার (৩১ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয় ক্লাবে আনুষ্ঠানিকভাবে প্রধান নির্বাচন কমিশনার ডেপুটি রেজিস্ট্রার ড. এ এফ এম সালাউদ্দিন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
এ সময় নির্বাচন কমিশনার ডেপুটি রেজিস্ট্রার নঈম উদ্দিন আহমেদ, হিসাব দপ্তরের সহকারী পরিচালক তাপস তালুকদার এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্লাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
এদিকে বিএনপি-জামায়াতপন্থী প্যানেল থেকে সহসভাপতি পদে পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের উপরেজিস্ট্রার আহমদ মাহবুব ফেরদৌসী, কোষাধ্যক্ষ পদে অর্থ ও হিসাব দপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুর রশিদ নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে আওয়ামীপন্থী প্যানেল থেকে সহসাধারণ সম্পাদক পদে প্রশাসনিক কর্মকর্তা শাহাদাত হোসেন চৌধুরী (শিশির) নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া ৬টি কার্যনির্বাহী সদস্য পদে আওয়ামীপন্থী প্যানেল থেকে ভারপ্রাপ্ত মহাবিদ্যালয় পরিদর্শক মো. তাজিম উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল হক, মো. সিরাজুল ইসলাম এবং বিএনপি-জামায়াতপন্থী প্যানেল থেকে অতিরিক্ত হিসাব পরিচালক মোহাম্মদ মুর্শেদ আহমদ, উপরেজিস্ট্রার মো. ইউনুস আলী ও উপপরীক্ষা নিয়ন্ত্রক মখলিছুর রহমান পারভেজ নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশন জানায়, এবার নির্বাচনে মোট ভোটার ছিল ২৭২ জন। এর মধ্যে ২৬৬টি ভোট পড়েছে।