কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাচন: ভাইস চেয়ারম্যান পদে হঠাৎ আলোচনায় হেলাল
কোম্পানীগঞ্জ প্রতিনিধি
ঘনিয়ে আসছে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে কোম্পানীগঞ্জ উপজেলাজুড়ে শুরু হয়েছে প্রার্থীদের তোড়জোড়। বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানের পাশাপাশি এবার নির্বাচনের মাঠে দেখা মিলবে একঝাঁক নতুন মুখের। তবে তাদের মধ্যে বয়সে সবচেয়ে তরুণ হিসেবে ইতিমধ্যেই উপজেলার ভোটারদের মধ্যে গ্রহণযোগ্যতা অর্জন করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন ভাইস চেয়ারম্যান পদপ্রত্যাশী ছাত্রনেতা হেলাল আহমদ।কোম্পানীগঞ্জ উপজেলার সর্বসাধারণের মুখে এখন এই নবীন প্রার্থীর নাম।
তৃণমূল পর্যায় থেকে উঠে আসা ক্লীন ইমেজের এই ছাত্রনেতা স্থান করে নিয়েছেন হেভিওয়েট প্রার্থীদের মধ্যে। অন্যান্য ভাইস চেয়ারম্যান প্রার্থীদের কাছে হেলাল আহমদ এখন মাথাব্যথার কারণ।
কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীর তীরবর্তী কালাইরাগ গ্রামের প্রসিদ্ধ ব্যবসায়ী মরহুম ফয়জুর রহমানের ছেলে হেলাল আহমদ। লেখাপড়া করেছেন কালাইরাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাটরাই উচ্চ বিদ্যালয়, স্কলার্সহোম কলেজ ও সিলেট এমসি বিশ্ববিদ্যালয় কলেজে। বর্তমানে তিনি স্নাতকোত্তর শেষ করে সিলেট ল কলেজে আইন বিষয়ে পড়াশোনা করছেন।
স্কুলজীবন থেকে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে যুক্ত রয়েছেন হেলাল আহমদ। কোম্পানীগঞ্জ উপজেলার ক্রীড়াপ্রেমীদের কাছে তিনি পরিচিত দক্ষ ক্রিকেট খেলোয়াড় হিসেবে। নিয়মিতভাবে বিনামূল্যে রক্তদান, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো, বিগত সময়ে ভয়াবহ বন্যা ও করোনাকালে জীবনের ঝুঁকি নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ইতিমধ্যে সর্বমহলে প্রশংসা কুড়িয়েছেন তিনি। তৃণমূল থেকে উঠে আসা ছাত্রনেতা হেলাল আহমদ বর্তমানে দায়িত্ব পালন করছেন কোম্পানীগঞ্জ উপজেলার সবচেয়ে প্রাচীন ও সর্ববৃহৎ অরাজনৈতিক ছাত্রসংগঠন কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদ (কোছাপ) এর সভাপতি হিসেবে।
ধার্মিক, সদালাপী, মিষ্টভাষী হেলালের নেই কোনো কলঙ্কতিলক। ছোটবড় সকলের কাছেই তিনি সমানভাবে প্রিয়। তার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্তকে সকলেই দেখছেন ইতিবাচকভাবে। জনপ্রিয়তার মাপকাঠিতে বর্তমানে শীর্ষে থাকা হেলাল আহমদ জয়ের ব্যাপারে সম্পূর্ণ আশাবাদী।
কোম্পানীগঞ্জ উপজেলায় শিক্ষার প্রসার ঘটাতে এবং অরাজকতা দূর করতে হেলাল আহমদের সংকল্প দৃঢ়।
সাধারণ ভোটারদের রায়ে বিজয় মুকুট তিনিই পরবেন বলে আশাবাদী কোম্পানীগঞ্জবাসীর।