বিশ্বনাথের রাজাগঞ্জ বাজারে ব্যাডমিন্টন টুর্নামেন্টের বর্ণিল আয়োজন
সমুজ আহমদ সায়মন, বিশ্বনাথ
খেলাধুলায় পৃষ্ঠপোষকতা করি।যে কোন ধরনের খেলাধুলায় সব সময় পাশে থাকি।এই এলাকাতে দিনের বেলায় ক্রিকেট টুর্নামেন্ট আর রাতের বেলায় ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন হয়।এই এলাকায় এ ধরনের সুস্থ বিনোদনের ক্রীড়ামোদী লোকজন, আয়োজক, দক্ষ সংগঠক থাকায় সবাইকে ধন্যবাদ।আমি চাই এ উপজেলায় অনুজ,ছোট ভাই, বন্ধু আছে তারা এই ভাবে সুস্থ্য বিনোদন ও খেলাধুলা করার পাশাপাশি লেখাপড়া করবে এবং এই এলাকার সুনাম বয়ে আনবে।
১লা ফেব্রুয়ারী বৃহস্পতিবার রাতে উপজেলার রাজাগঞ্জ বাজারে নবগঠিত রাজাগঞ্জ বাজার ব্যাডমিন্টন এসোসিয়েশন কর্তৃক আয়োজিত ব্যাডমিন্টন টুর্ণামেন্টে প্রতিযোগীতার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে এ কথাগুলি বলেন তিনি।
এসোসিয়েশনের সভাপতি মাষ্টার শাহিন মিয়ার সভাপতিত্তে ও সাধারণ সম্পাদক সময়ের সঠিক প্রজ্জ্বলন বাতিঘরের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তাফার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ,বেবী কেয়ার একাডেমির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মুহিবুর রহমান সুইট।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠক মিজাজুল হোসেন,আইনজীবী মাসুদ হাসান,সংগঠক আব্দুল মতিন মাহাতিন,জামাল আহমদ,শামীম আহমদ,সুহেল মিয়া,ইরন মিয়া,আলী আহমদ শামীমসহ এলাকার সর্বস্তরের ক্রীড়াসংগঠকবৃন্দ।
উদ্বোধনী খেলায় সানুর জিয়া জুটি জকি গঞ্জকে হারিয়ে প্রথম জয় তুলে নেয় রিপন জুটি জাউয়া বাজার।