জগন্নাথপুর ইয়াং স্টারের প্রতিষ্ঠাতাকে সংবর্ধনা, নতুন দায়িত্বে: জয়নুর-জুয়েল
জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর ইয়াং স্টারের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী এমদাদ হক সংক্ষিপ্ত সফর শেষে যুক্তরাজ্যে গমন উপলক্ষে সংবর্ধনা দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জগন্নাথপুর উপজেলা শহরের একটি অভিযাত পার্টি সেন্টারে সংগঠনের কার্যনির্বাহী পরিষদের আয়োজনে এ সংবর্ধনা দেওয়া হয়।
এদিকে, জগন্নাথপুর ইয়াং স্টারের সভাপতি নুর আহমেদ যুক্তরাজ্যে চলে যাওয়ায় সংগঠনের গতিশীল কার্যক্রমকে ধরে রাখতে সর্বসম্মতিক্রমে সংগঠনের সাধারণ সম্পাদক জয়নুর আহমদকে ভারপ্রাপ্ত সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল হোসেনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং সাংবাদিক জুয়েল আহমদকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করেন প্রতিষ্ঠাতা এমদাদ হক।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সাবেক সভাপতি আব্দুল মুকিত, তথ্য বিষয়ক সম্পাদক মেহেদি হাসান তানভীর, সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান খোকন, প্রচার সম্পাদক তৈয়বুর রহমান, সহ-প্রচার সম্পাদক সাইদুজ্জামান, দপ্তর সম্পাদক সোলেমান আহমদ নাঈম প্রমুখ।
পরে সংবর্ধিত অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।