সিলেট অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন ড. মোমেন এমপি
দৈনিকসিলেটডটকম
সিলেট অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি।
বাংলাদেশ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট -১ আসনের সংসদ সদস্য ড.এ কে আব্দুল মোমেন সিলেট অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মুহিত চৌধুরী ও সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ সহ নির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) এক অভিনন্দন বার্তায় ড. মোমেন বলেন বর্তমান ডিজিটাল যুগে অনলাইন গণমাধ্যম দ্রুত যে কোন সংবাদ প্রচারের ক্ষেত্রে বিশেষ গুরত্ব বহন করে আসছে। সিলেটে অনলাইন গণমাধ্যম কর্মীদের সংগঠন সিলেট অনলাইন প্রেসক্লাব এ লক্ষে বিশেষ ভুমিকা পালন করছে। তিনি নব নির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দের সু স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে নতুন নেতৃত্ব বিশেষ করে সিলেটে কর্মরত অনলাইন গণমাধ্যম কর্মীদের কল্যাণে এবং স্মার্টি সিলেট বির্নিমাণে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।