জামালগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

দৈনিক সিলেট ডট কম
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় জিয়া উদ্দিন নামের এক যুবদল নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
দিনদুপুরে পুলিশের কাজে বাঁধা প্রদান, ককটেল বিস্ফোরণ, পুলিশ সদস্যকে মারপিটসহ সরকারি-বেসরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় গতকাল মঙ্গলবার (০৬ ডিসেম্বর) সুনামগঞ্জ জেলা আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
দণ্ডবিধি ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/২২৬/৩৩২/৩৩৩/৩৫৩/৪২৭ ধারায় দায়ের করা মামলায় গতকাল মঙ্গলবার (০৬/১২/২২ইং) ধার্য তারিখে উক্ত আদালতের বিচারক জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ তদন্ত রিপোর্ট পর্যবেক্ষণ করে আসামী জিয়া উদ্দিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। মামলা নং-(জি আর ৫১/২০২২)।
উল্লেখ্য যে, গত ২০২২ সালের ০৮ ফেব্রুয়ারি জামালগঞ্জ উপজেলায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ওইদিন পুলিশের সাথে নেতাকর্মীদের সংঘর্ষ বাঁধলে পুলিশ কয়েকজনকে আটক করতে সক্ষম হলেও যুবদল নেতা জিয়া উদ্দিনসহ বাকিরা পালিয়ে যান।
উক্ত ঘটনায় পুলিশ জামালগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে। উক্ত দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে জিয়া উদ্দিন আদালতে উপস্থিত না হলে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।