গোলাপগঞ্জে পরোয়ানাভুক্ত ৫ আসামী গ্রে প্তা র
সামিল হুসেন
গোলাপগঞ্জে পরোয়ানাভুক্ত ৫ জন আসামীকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। রোববার পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার হাজীপুর নোয়াপাড়া গ্রামের রই আলীর ছেলে মো. রিয়াজ উদ্দিন, একই গ্রামের মৃত নোয়াব আলীর ছেলে আব্দুল গণি, জাঙ্গালহাটা গ্রামের মহিবুর রহমানের ছেলে মো. ছোয়াব আহম্মেদ, খাঘাইল গ্রামের মৃত ওয়াচির আলীর ছেলে মো. মুছলেহ উদ্দিন ও দক্ষিণ লক্ষ্মীপাশা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে মো. আব্দুল কাইয়ূম।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকারের নেতৃত্বে তাদের বাড়িতে পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। তারা বিভিন্ন মামলার পরোয়ানুভুক্ত পলাতক আসামী।
গ্রেপ্তারে বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার মিডিয়া অফিসার উপ-পরিদর্শক পার্থ সারথী দাস বলেন, গ্রেপ্তারকৃত আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।