“ন্যাশনাল টি” প্যাকেটজাত চা বিক্রয়কেন্দ্র চালু
দৈনিকসিলেট ডেস্ক :
লাক্কাতুরা চা বাগানের গল্ফ ক্লাব সম্মুখে ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন স্থানে ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের নিজস্ব চা বাগান সমূহ থেকে উৎপন্ন “ন্যাশনাল টি” প্যাকেটজাত চা এর বিক্রয়কেন্দ্র চালু করা হয়েছে। রোববার (৪ ফেব্রয়ারি) বিকালে ফিতা কেটে উক্ত বিক্রয়কেন্দ্রের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহমুদ হাসান।
এসময় উপস্থিত ছিলেন বিদায়ী ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মূসা, কোম্পানির মহাব্যবস্থাপক (মাঠ ও কারখানা) কে এম এমদাদুল হক, মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব) কেরামত আলী, বাগান ব্যবস্থাপক মোঃ আক্তার শহীদ, সহকারী ব্যবস্থাপক প্রসেন গোপ।
এডভোকেট জাফর চৌধুরীর উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট ভ্যালি সভাপতি রাজু গোয়ালা, দলদলী বাগানের পঞ্চায়েত সভাপতি মিন্টু দাস, চা বাগানের পঞ্চায়েত সভাপতি সিতু লোহার, সাবেক পঞ্চায়েত সদস্য লিটন গোয়ালা, সাবেক ইউপি সদস্য রন বাহাদুর জুটে, লাক্কাতুরা চা বাগানের তিনটি ডিভিশনের শ্রমিক, পঞ্চায়েত, ভ্যালি সভাপতি, কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে কোম্পানির উর্ধ্বতন কর্মকতাবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।