লিডিং ইউনিভার্সিটিতে ডেটা বিশ্লেষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
দৈনিকসিলেটডটকম
লিডিং ইউনিভার্সিটিতে পাবলিক হেলথ বিভাগের উদ্যোগে ‘Data Analysis Using SPSS and Scientific Writing’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা ০২ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে অনুষ্ঠিত হয়েছে। লিডিং ইউনিভার্সিটির পাবলিক হেলথ বিভাগের বিভাগীয় প্রধান ডা. মো. আব্দুল মজিদ মিয়ার সভাপতিত্বে কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. তাজ উদ্দিন এ উদ্যোগের প্রশংসা করেন ও অংশগ্রগণকারীদের গবেষণা ও গবেষণা বিষয়ক স্কিল ডেভেলপমেন্টের জন্য আহ্বান জানান।
কর্মশালার এসপিএসেস সেশনে প্রশিক্ষক ছিলেন লিডিং ইউনিভার্সিটির পাবলিক হেলথ বিভাগের সহকারি অধ্যাপক মো. রাশিদুল হাসান এবং সায়েন্টিফিক রাইটিং সেশনের প্রশিক্ষক ছিলেন প্রভাষক ডা. সাবরিনা ফরিদা চৌধুরী। কর্মশালায় লিডিং ইউনিভার্সিটির পাবলিক হেল্থ বিভাগের শিক্ষার্থীরাসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকরা অংশগ্রহণ করেন।
কর্মশালার আহ্বায়ক লিডিং ইউনিভার্সিটির পাবলিক হেলথ বিভাগের সহযোগী অধ্যাপক এতে অংশগ্রহণকারী শিক্ষার্থী-শিক্ষকসহ প্রশিক্ষক ও অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষতে আরো বড় পরিসরে বিভিন্ন বিষয়ে কর্মশালা আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে কর্মশালায় অংশগ্রহণকারীদেরকে সনদ প্রদান করা হয়।