সিলেট মহানগর বিএনপির ৫০ নেতাকর্মী আগাম জামিন পেলেন
দৈনিক সিলেট ডট কম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে দায়ের হওয়া বিভিন্ন ‘রাজনৈতিক মামলা’ থেকে হাইকোর্ট থেকে সিলেট হানগর বিএনপির অন্তত ৫০ নেতাকর্মী। আগাম জামিন পেয়েছেন
বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি ফাহমিদা কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার (৫ ফেব্রুয়ারি) তাদের ছয় সপ্তাহের জন্য অন্তর্বর্তীকালীন জামিন আবেদন মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল হাসান কয়েস লোদী।
জামিনপ্রাপ্তদের মধ্যে রয়েছেন, সিলেট মহানগর বিএনপির সভাপতি মো. নাসিম হোসাইন, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রেজাউল হাসান কয়েস লোদী, সৈয়দ মঈন উদ্দিন সোহেল, মহানগর বিএনপির সাবেক প্রচার সম্পাদক শামীম মজুমদার, আহ্বায়ক কমিটির সাবেক সদস্য নজীবুর রহমান নজীব, হুমায়ন আহমেদ মাসুকসহ যুবদল, স্বেচ্ছাসবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।