বাংলাদেশে প্রবেশ করল বিজিপির দুই শতাধিক সদস্য
দৈনিকসিলেট ডেস্ক :
আরাকান আর্মির হামলার মুখে প্রাণ বাঁচাতে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির দুই শতাধিক সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। এরমধ্যে আজ সকাল থেকে এখন পর্যন্ত প্রবেশ করেছে ১১৪ জন। আজ মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এ তথ্য নিশ্চিত করেছে।
বিজিবি জানিয়েছে, গত দুই দিনে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর অন্তত ১১৫ জন সদস্য অস্ত্রসহ বাংলাদেশে প্রবেশ করেন।
নতুন করে আজ আরো ১১৪ জন প্রবেশ করেন। তাদের মধ্যে বিজিপি সদস্য ছাড়াও মিয়ানমার সেনাবাহিনী ও কাস্টমস সদস্যসহ বিভিন্ন বাহিনীর সদস্যও রয়েছে। এ নিয়ে মোট ২২৯ জন বাংলাদেশে আশ্রয় নেন। বিজিবি তাঁদের নিরস্ত্র করে নিরাপদ আশ্রয়ে পাঠিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া বিজিপি সদস্যরা তাঁদের দেশে ফিরতে চান। মিয়ানমারও তাঁদের ফিরিয়ে নিতে চায়। তাঁদের ফেরত পাঠানোর উপায় নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে।
গতকাল সোমবার দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউপির ৪ নম্বর ওয়ার্ডের জলপাইতলি এলাকায় মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেলে এক বাংলাদেশি নারী ও এক রোহিঙ্গা নাগরিক নিহত হন।
এ ঘটনায় প্রতিবাদ জানাতে আজ মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রণালয়ে মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে তলব করেছে বাংলাদেশ।