গোলাপগঞ্জে পরিবহন শ্রমিকদের সিলেট জকিগঞ্জ সড়ক অবরোধ
সামিল হুসেন
গোলাপগঞ্জে ট্রাক পিক আপ কাভার্ড ভ্যানের উপ-কমিটির পরিবহন শ্রমিকরা সিলেট- জকিগঞ্জ সড়ক অবরোধ করে রেখে। মঙ্গলবার ৬টা থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের অবরোধ অব্যাহত রয়েছে। এতে সড়কের দু দিকে শত শত যানবাহন আটকে আছে। সাধারণ যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে।
শ্রমীকরা জানান, গোলাপগঞ্জ উপজেলার সিলেট-জকিগঞ্জ সড়কের এওলাটিকরে গাড়ি থেকে চাঁদা উত্তোলন করতেন আছকর আলী, আব্দুস সাত্তার, জীবম মিয়া ও রিয়াজ মিয়া নামের তিনজন শ্রমীক। এই তিনজন শ্রমীককে সাদা পোশাকে একদল লোক নোহা গাড়ি করে তুলে নিয়ে যায়। কি কারণে তাদের তুলে নেওয়া হয়েছে বা কারা তুলে নিয়েছে সে বিষয়ে গোলাপগঞ্জ থানা পুলিশ বা শ্রমীকরা এ বিষয়ে কিছু জানেনা। এর প্রতিবাদে এবং তাদের শ্রমীকদের ফিরিয়ে দিতে তারা গোলাপগঞ্জ উপজেলার কদমতলীতে সিলেট-জকিগঞ্জ সড়ক বাশ দিয়ে ব্যারিকেড দিয়ে রেখে ট্রাক কাভার্ড ভ্যান ও পিক আপের গোলাপগঞ্জ উপ কমিটির শ্রমীকরা।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাছুদুল আমিন জানান, শ্রমীকদের কারা তুলে নিয়ে গেছে এ বিষয়ে আমরা অবগত নই। আমরা শ্রমীকদের অনুরোধ করেছি তারা যেন অবরোধ তুলে নেয়।