৮ বছরে সংস্কার হয়নি দরবস্ত কানাইঘাট রাস্তার
এম এম রুহেল জৈন্তাপুর
সিলেটে জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সংযোগ সড়ক দরবস্ত কানাইঘাট রাস্তা। জন দূর্ভোগ আর ধুলা বালিতে অতিষ্ট এলাকাবাসী। একদিকে ঝরজির্ন রাস্তা অন্য ধুলাবালি এ নিয়ে চলছে যাএী সাধারণ ও পথচারী।জানা যায় ২০ কিলোমিটার রাস্তার ১২ কিলোমিটার কাজ শুরু করে টিকাদার প্রতিষ্টান জাহিদ ইকবাল নামক একটি প্রতিষ্টান।
তারা কানাইঘাট উপজেলা অংশে কাজ করে যাচ্ছে গত কয়েক মাস যাবত।এখানে জৈন্তাপুর উপজেলার ৭ কিলোমিটার রাস্তা চতুল দরবস্ত অংশ রেখে কানাইঘাট উপজেলা অংশে কাজ করে যাচ্ছে।এতে ক্ষতবিক্ষত ধুলা বালি নিত্য নিয়ে চলাচল করছে জৈন্তাপুর উপজেলার সাধারন মানুষ। এ ব্যাপার সড়ক ও জনপদ বিভাগ সিলেটের অফিসে যোগাযোগ করলে জানা যায় চতুল দরবস্ত অংশে কোন বরাদ্ধ হয়নি এ বছর বর্ষার আগে কাজ না হওয়ার সম্ভাবনা বেশি।
জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ বলেন এই ব্যাপারে জেলা মাসিক মিটিংয়ে আলোচনা হয়েছে অচিরেই জন দূর্ভোগ লাগব হবে।