চাপে ছিলেন না লিটন,কিন্তু কোনো !
দৈনিকসিলেটডেস্ক
বেশ কিছুক্ষণ ধরে প্রশ্ন শুনলেন লিটন দাস। এরপর কথাও বললেন বেশ স্বস্তি নিয়ে।
অথচ এবারের বিপিএলে তার শুরুটা হয়েছিল বেশ অস্বস্তির। প্রথম পাঁচ ম্যাচ মিলিয়ে কেবল ৩৭ রান করেছিলেন তিনি। খুলনা টাইগার্সের বিপক্ষে ছন্দে ফিরেছেন এই ডানহাতি ব্যাটার।
এ ম্যাচে ২ চার ও ৪ ছক্কায় ৩০ বলে ৪৫ রান করেছেন তিনি। তার দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সও শেষ অবধি পেয়েছে সহজ জয়। এতে কি একটু স্বস্তিই পেলেন লিটন? কুমিল্লার অধিনায়ক বলছেন, রান করতে না পারার আফসোস থাকলেও খুব একটা অস্বস্তিতে ছিলেন না তিনি।
লিটন বলেন, ‘ব্যাটার হিসেবে আমার কাজই হলো রান করা। প্রথম পাঁচ ম্যাচ করতে পারি নাই, আফসোস তো ছিল জিনিসটাতে। আমি যে ধরনের ক্রিকেটার আমি রান করতে পারতেছি না। কিন্তু তবুও আমার গেল উন্নতি করার অনেক জায়গা আছে। এখনও লম্বা টুর্নামেন্ট, অনেকগুলো ম্যাচ বাকি। দলও আমার কাছে চায় পারফরম্যান্স, আমি সেটা চেষ্টা করবো। ’
‘পাঁচ ম্যাচ ধরে রান করি নাই, ছিলামই না। হারিয়ে গিয়েছিলাম। এখন একটা ম্যাচে রান করছি কিভাবে ধারাবাহিকভাবে রান করবো…সব কিছু মিলিয়ে আমি একটা ম্যাচ খেললাম, ফ্লো একটু আসছে। খেলি কয়েকটা ম্যাচ এই জিনিসটা নিয়ে আলোচনা করবো। ’
কুমিল্লার নেতৃত্বের ভারও এবার পেয়েছেন লিটন দাস। তার রানে না ফেরা দুশ্চিন্তার ছিল ফ্র্যাঞ্চাইজিটির জন্য। এ নিয়ে কোচ মোহাম্মদ সালাউদ্দিনের কাছেও প্রশ্ন গিয়েছিল। যদিও লিটন জানিয়েছেন কোনো রকম চাপেই ছিলেন না তিনি।
এই ব্যাটার বলেন, ‘আমার কাছে এই জিনিসটা কখনই চাপ হিসেবে আসেনি। কারণ আমার দল থেকে আমার ওপর চাপ বা কোনো কিছু ছিল না। দ্বিতীয়ত আমি জানি এটা লম্বা টুর্নামেন্ট। একটা ম্যাচই লাগে একজন ব্যাটসম্যানের জন্য মোমেন্টাম বদলাতে। ’