দক্ষিণ কোরিয়াকে কাঁদিয়ে এশিয়ান কাপের ফাইনালে জর্ডান
দৈনিকসিলেটডেস্ক
প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপের ফাইনালে উঠেছে জর্ডান। সেমিফাইনালে দুই বারের চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়াকে ২-০ গোলে হারিয়েছে তারা।
এরআগে, ৬ দেখায় কোরিয়ানদের বিপক্ষে জিততে পারেনি জর্ডান। ফিফা র্যাঙ্কিংয়েও জর্ডানের থেকে ৭৪ ধাপ এগিয়ে দক্ষিণ কোরিয়া।
কাতারের আহম্মেদ বিল আলী স্টেডিয়ামে ফেবারিটের তকমা নিয়েই মাঠে নামে সন-হিউং-মিনের দল। তবে ম্যাচের প্রথমার্ধে ছিল গোলশূন্য।
বিরতির পর কোরিয়াকে চমকে দিয়ে এগিয়ে যায় জর্ডান। ৫৩ মিনিটে এই গোলটি করেন ইয়াজান আল নাইমাত। এর ১৩ মিনিট পর জর্ডানকে ২-০ তে এগিয়ে দেন মুসা আল তামারি।
বাকি সময়ে প্রাণপন চেষ্টা করে একটি গোলও শোধ দিতে পারেনি দক্ষিণ কোরিয়া।
শেষ পর্যন্ত দুই গোলের লিড ধরে রেখে জয়োল্লাসে মাতে জর্ডান।
আজ ইরানের মুখোমুখি হবে স্বাগতিক ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কাতার। জয়ী দলের বিপক্ষে আগামী শনিবার শিরোপা লড়াইয়ে নামবে জর্ডান।