উত্তর বিশ্বনাথ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন
সমুজ আহমদ সায়মন, বিশ্বনাথ
বিশ্বনাথে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ উত্তর বিশ্বনাথ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের ৫০তমও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে।
৮ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার লামাকাজী ইউনিয়নের এই বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত বার্ষিক প্রতিযোগীতায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন ইভেন্টেে অংশ নেয়। সকালে জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে প্রতিযোগীতার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি কবি জসিম উদ্দিন খান।
বিকেলে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা।
ক্রীড়া শিক্ষক মোহাম্মদ রাকিবুল ইসলামের পরিচালনায় ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি কবি জসিম উদ্দিন খাঁনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাংশু শেখর তালুকদার।বক্তব্য রাখেন শিক্ষানূরাগী সদস্য জহুরুল হোসেন জহির।
বক্তব্যে বক্তারা বলেন,যারা আজকের শিশু তোমরা আগামীদিনের ভবিষ্যৎ তাই লেখাপড়ার পাশাপাশি চরিত্র গঠনে তোমরা সক্রিয় ভূমিকা রাখতে হবে।লেখাপড়ার সাথে খেলাধুলা এবং সংস্কৃতি চর্চা একান্ত প্রয়োজন। খেলাধুলা আমাদের দেহ গঠন করে এবং সংস্কৃতি চর্চা মননশীলতা বৃদ্ধি করে।তাই লেখাপড়ার পাশাপাশি শরীর গঠনে খেলাধুলার বিকল্প নাই।
পবিত্র কুরআন তেলোয়াত ও গীতা পাঠ করেন বিদ্যালয়ের শিক্ষার্থী শামীম আহমদ ও অন্না দাস।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আজীবন দাতা সদস্য গিয়াস উদ্দিন খান পংকী,অভিভাবক সদস্য মানিক মিয়া,শামাীম আহমদ, শিক্ষানূরাগী সদস্য সাবেক ইউপি সদস্য আমির আলী,অভিভাবক সদস্য নিরেন্দ্র দাস, বিদ্যালয়ের শিক্ষক বিশ্বজিৎ রায়,মোহাম্মদ কামরুল হুদা,মোহাম্মদ আজিজুল হক,শিক্ষিকা মনুষা রানী দাস, শিক্ষক স্বপন কুমার দাস, মোহাম্মদ অলিউর রহমান,নুরে আলম সিদ্দিকী,মোহাম্মদ আলী হেসেন জাকিরসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।
এর আগে শিক্ষার্থীরা সংগীত,নৃত্য ও অভিনয়ের মাধ্যমে মঞ্চ মাতিয়ে তোলেন।
পরে বিভিন্ন ইভেন্টে অংশ নেওয়া বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন আগত অতিথিবৃন্দ।