মাধবপুরে ফেনসিডিল ও গাঁজাসহ যুবক আটক
নাহিদ মিয়া, মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে ভারতীয় ১২০ বোতল ফেনসিডিল ও ৬ কেজি গাঁজাসহ কাজল মিয়া (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সে চৌমুহনী ইউপির হবিবপুর গ্রামের মৃত জিতু মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় গোপনে সংবাদে মাধ্যমে খবর পেয়ে কাশিমনগর পুলিশ ফাঁড়ীর ইনচার্জ ইন্সপেক্টর মোঃ গোলাম মোস্তুফা নেতৃত্ব এসআই আব্দুল কাদের সহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন উপজেলার চেঙ্গার-বাজারের উত্তরে হবিবপুর গ্রামের মোঃ কাজল মিয়া বসতঘরে সুকৌশলে লুকায়িত অবস্থা ১২০ বোতল ভারতীয় ফেনসিডিল ও ৬ কেজি গাঁজাসহ তাকে আটক করেন।
এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম খাঁন জানান, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে হবিগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হবে।