উত্তর বিশ্বনাথ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান

সমুজ আহমদ সায়মন, বিশ্বনাথ
সিলেটের বিশ্বনাথে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ উত্তর বিশ্বনাথ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ে ২৪ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে এক আলোচনা সভা,মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
১০ ফেব্রুয়ারী শনিবার দুপুরে উপজেলার লামাকাজী ইউনিয়নে অবস্থিত উক্ত বিদ্যালয় প্রাঙ্গনে এ আলোচনা সভা মিলাদ ও দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাংশু শেখর তালুকদারের সভাপতিত্বে ও ক্রীড়া শিক্ষক মোহাম্মদ রাকিবুল ইসলামের সঞ্চালনায় পরীক্ষার্থী ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আগত অতিথি হিসেবে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন উক্ত প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সভাপতি কবি জসিম উদ্দিন খান,দাতা সদস্য শিক্ষাবিদ জহুরুল হোসেন জহির,শিক্ষানুরাগী সদস্য আমির উদ্দিম,সহকারী প্রধান শিক্ষক কামরুল হুদা,শিক্ষিকা মনীষা রানী দাস।
পরীক্ষার্থী ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আবেগ আপ্লুত হয়ে বক্তব্য রাখেন হাবিবা জান্নাত সোমা,মাহজাবিন রহমান মাঈশা,ফারহানা খানম,জাকিয়া আক্তার আরিফা, তামজীদ বিন সিদ্দিকী।
আলোচনা সভার শুরতে পবিত্র কুরআন তেলোয়াত করেন শিক্ষার্থী তানিয়া জান্নাত তামান্না এবং গীতা পাঠ করেন দীবা রানী দাস।
পরীক্ষার্থীসহ সকলের সফলতা কামনা করে মিলাদ মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন কামরুল হুদা।পরে এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে পরীক্ষার প্রবেশপত্র বিতরণ করেন অতিথি ও শিক্ষকবৃন্দ।