একটি হারানো বিজ্ঞপ্তি
বিয়ানীবাজার প্রতিনিধি :
মো: বুরহান উদ্দিন নামের একজন শারিরীক প্রতিবন্ধী ছেলে নিখোঁজ হয়েছে। তার বয়স ২৬ বছর।ছেলেটির গায়ের রং কালো, হালকা-পাতলা স্বাস্থ্য, মুখমন্ডল: লম্বা,মাথার চুল : কালো ও ছোট-ছোট, উচ্চতা: ৪ ফুট।
মো: বুরহান উদ্দিন , পিতার নাম:মোঃ মো: কুতুব আলী। ঠিকানা – মুক্তাপুর উত্তর, চতুল বাজার, কানাইঘাট সিলেট।
০৬/০২/২০২৪ইং সকাল ১২ টার দিকে মুক্তাপুর নিজ বাড়ী থেকে কিছু না বলে বের হয়ে যায়। শারিরীক প্রতিবন্ধী ছেলে বাড়িতে ফিরে না আসলে অনেক খোঁজাখুঁজি করেও পরিবারের সদস্যরা তার কোন সন্ধান পায়নি।
তবে হটাৎ করে ১০/০২/২০২৪ ইং মৌলভীবাজার বড়লেখা উপজেলার উত্তর চৌমুহনীতে রাত ১ টার দিকে তার খুজ মিলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় তার পরনে মাথায় মাঙ্কি কেপ ও লাল টুপি এবং শরীরে গ্রীণ টিশার্ট, কালো টাউজার পেন্ট রয়েছে। জানাযায়, কামাল হোসেন নামের একজন পথচারী বুরহান উদ্দিন কে পেয়ে জিগাসা করলে সে তার বাড়ি বিয়ানীবাজার পরিচয় দেয়, তাই তিনি বিয়ানীবাজার পাটিয়ে দেন বুরহান উদ্দিন কে,এরপর থেকে তার কোন সন্ধান মিলেনি।
নিখোঁজ এর বিষয়ে থানায় জিডি করার জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে। যদি কোন হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পান তাহলে উপরোক্ত ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
যোগাযোগের ঠিকানা : ০১৭১৫৫২৫৭৩৫ / ০১৭৪০৫৬৮৭৩২