বীর মুক্তিযোদ্ধা দীলিপ পাল’র শেষকৃত্য সম্পন্ন
নাহিদ মিয়া,মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুর পৌরসভার বীর মুক্তিযোদ্ধা দীলিপ কুমার পাল’র (৭৫) পরলোকগমন করেছেন। মৃত্যুকালে স্ত্রী ও দুই ছেলে এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টায় মাধবপুর পৌরসভার ৭নং ওয়ার্ড বাজারে কালী মন্দিরে পাশে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭৫ বছর।
শনিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ০৭টায় মাধবপুর বাজারে কালী মন্দিরে প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা দীলিপ কুমার পালের কফিননের সামনে রাষ্ট্রের সম্মান ও গার্ড অফ অনার প্রদান এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ। স্থানীয় প্রশাসন ও মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে স্বর্গীয় বীর মুক্তিযোদ্ধা দীলিপ কুমার পাল’র শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এসময় উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব, থানার তদন্ত ওসি আতিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সুকোমল রায়, স্থানীয় কাউন্সিল, স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগণরা, গণ্যমান্য ব্যক্তিবর্গরা ছিলেন।
জেলার পুলিশের একটি চৌকস দল সশস্ত্র সালাম প্রয়াত বীর মুক্তিযোদ্ধা দীলিপ কুমার পাল’কে রাষ্টীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদান করেন। পরে স্হানীয় মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।